চাঁদটা আমার বড্ড অভিমানী ; খানিকটা দেমাগিও বটে।
না সে আকাশের সাথে সন্ধি করতে রাজী ; না সে
আমার হতে রাজী।
কি করি ? আমার তো তার এই নীরব বেদনা সহ্য হয় না।
আমিও চাই সে হাসুক, সে উড়ুক। সে বয়ে যাক আমার
নেশাকাতুর দৃষ্টি জুড়ে।
রাতের আকাশের ধোঁয়াটে রঙের মেঘ গুলোর বুক চিড়ে
সে বয়ে যাক। সে বয়ে যাক আমার হিমোগ্লোবিন থেকে
মস্তিষ্কের নিউরন সেলে।
আমি চাই সে আবার ফিরুক ; সে ফিরুক তার পুরনো
রুপে। যেমনটা ছিলো সে আগে ; খুবই প্রাণবন্ত ;
চকচকে রুপালি রঙের।
তার এই মলিনতা আর মনখারাপের রাত আমার কাছে
দুটোই অসহ্যকর।আমি চাই সে আরো একবার জোছনা
বিলাক প্রেম মাখিয়ে।
কোন এক পূর্ণিমার রাতে, আমি সেই জোছনায় স্লান
করতে চাই। আমি সেই জোছনা-স্লানে নয়ন মেলে ;
শেষ-নিদ্রা চাই।