তুমি বিস্তৃত মাধুরীর,মায়াবী প্রেমের আচল।
তুমি কাব্য, তুমি প্রেম, তুমি ছন্দে বাজা মাদল।
আমি তো সংসার বৈরাগী, এক অসহায় ব্যর্থ প্রেমিক।
আমি তো দলছুট যুবকের, সেই ক্লান্তিনাশের মাদক।
তুমি তো সেই চিরকুট ; যার পুরোটায় মধুর প্রেমালাপ।
আমি তো বন্ধ ড্রয়ারে পড়ে থাকা পুরনো এনভেলাপ।
তুমি তো মায়ায় ভরা ; মনখারাপের রাতে,
রুপোলী সেই চাঁদ।
আমি তো নিলাজ বেহায়া ; এক মন-মিস্ত্রী,
হাতে শখের করাত।