আসল বৈশাখ বাংলার ঘরে
বাংলার মুখে হাসি ঝড়ে,
যত খুশি যত আনন্দ
সবই তোমার সুখের ছন্দ।

বৈশাখ , বৈশাখ, বৈশাখ
বৈশাখ , বৈশাখ, বৈশাখ।

তোমার ছোঁয়ায় নতুন রং
সাজে আমের গাছে।
তোমার ছোঁয়ায় আমের নাকি
নতুন বিয়ে হয়।

বৈশাখ , বৈশাখ, বৈশাখ
বৈশাখ , বৈশাখ, বৈশাখ।

তোমার ছোঁয়া আজীবন
বাংলা জুড়ে থাক,
বৈশাখ তোমায় মিস করি
সারাটি বছর ধরে।