আকাশে যদি মেঘ থাকে
বাতাসে যদি ঠান্ডা থাকে
জোৎন্সায় যদি আলো থাকে
ভোরের পাখির সুর কতটা ভালো লাগে
ভোরের পাখি তুমি গেয়ে যাও গান
ভোরের পাখি তুমি ভরিয়ে দাও প্রাণ
তোমার ডাকেতে আমি দিই সাড়া
তোমার ডাক শুনে কাটে আমার সারা বেলা।
তোমায় নিয়ে আমি কাব্য লিখি
তোমায় নিয়ে আমি মনে ছবি আঁকি,
তোমার গাণ শুনে ভাঙ্গে আমার ঘুম
তোমার মধুর সুরে ভাঙ্গে মুয়াজ্জিনের ঘুম।
ভোরের পাখি তুমি আস আমার কাছে
তোমার বন্ধু আমার আরো দরকার আছে,
তোমার মত কেউ আমার ভাঙ্গাই না ঘুম
তোমার মত গান আমায় শুনাই না কেউ।
কোয়াশা ভরা ভোর পাই আমি তোমার ডাক শুনে
কোয়াশা ভরা বিকেল পাই তোমার অন্বেষনে,
শিশির ভাজে ভাজে তোমার ছবি দাগ কাটে
সেই ভাজে গায়ের বধুরা পা পেলে হাটে।
সূর্য হার মানে তোমার কাছে,
বাতাস হার মানে তোমার ছোঁয়াতে,
অন্য পাখি হার মানাও তোমার সুরেতে
মানুষ হার মানে তোমার ডাকেতে।