শীত আসছে সকাশে,
কুয়াশা ভাসছে বাতাসে।
ঘাসের ডগায় শিশির,
নিশির গতিও ধীর।
থুথুড়ে বুড়িটি উদ্বিগ্ন,
শীত বস্ত্রের চিন্তায়।
হাড় কাঁপানো শীতে,
নইলে বাঁচা দায়!
গাছিরা উঠছে গাছে,
পাতছে রসের হাড়ি।
খেজুর রসের পিঠা,
গাঁয়ের বাড়িবাড়ি।
হিমেল হাওয়ার জন্য ,
সকালটা বেশ শূন্য।
রোদ উঠলে তবে,
মাঠে নামবে সবে।
গাছের পাতাগুলো
ঝরে পড়বে বলে ,
রঙ বদলাচ্ছে তারা
সবাই দলে দলে।
ওহে শিশু কিশোর,
যুবক কিবা প্রৌঢ় ।
শীত আসছে শোনো,
শীতের কাপড় বুনো!