তাকে প্রেমিকা হিসেবে মেনে নিলে আমি বারবার মানুষ হয়ে যাই।
সে যদি হয় কবিতা, আমি হই শুদ্ধ কেউ
পবিত্র আত্মা --- পাপাত্মার ঊর্ধ্বে; পবিত্র ছোঁয়ায়
আমার প্রতিমার অবয়ব গড়ি
বসত করি পবিত্র অনুভবে।
সে যদি হয় কবিতা, কবিতার পঙক্তি
আমি খাতার উল্টো পৃষ্ঠা --- ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি
তাকে প্রেমিকা হিসেবে ছুঁই না।
সে যদি হয় কবিতা, কতো কাছে আসে!
মুখোমুখি বসে, সাদা পৃষ্ঠাভরে কতো যে আঁকিবুঁকি করি
অজান্তে দেহ-মাংসের শরীর ভেসে উঠে পৃষ্ঠায় পৃষ্ঠায়।
সে যদি হয় কবিতা, তবেই ভালোবাসি
পাশাপাশি থাকি, সযত্নে গড়ি প্রতিমা --- বারোমাসই।