১)
তুই হারিয়ে যাবি --- আমি হারাবো।
আসছে অমাবস্যায় নিয়ে যাবে তোকে
আমি অন্ধ হয়ে যাবো।

২)
ভাবনাগুলো কেবলই স্বপ্নের দোষ
রাতগুলো বড়ো লম্বা --- দেখি না প্রত্যূষ।

৩)
হাত দু'খান স্বচ্ছ লেন্স
দেখা যায় পাকা চুল --- স্থানে স্থানে নবাগত চর
বয়স বাড়ে, দিনেদিনে হারাচ্ছি ব্যালেন্স।

৪)
পরিচিত শরীর
অচেনা মুখোশে পাল্টায় প্রতিনিয়ত,
সে-শরীরের পাশে অচেনা শকুনের মস্ত ভিড়।

৫)
মাটির জমিনে ঝর্ণার খনি
মালিক পায় না জল,
দখলদারের অট্টহাসি --- জল সেঁচে হয় ধনী।

৬)
এক একটা বেশ্যা --- বেশ্যার জন্মের
অন্ধকারে উত্তেজিত শরীর
দিনের আলোয় অভিনয় চলে অন্ধের।

৭)
দিলাম পূর্ণ যৌবন।
ফাঁপা বাঁশ ঠাসঠাস করে
ওদিকে কোলাহলে দোলে উঠে মৌ-বন।