দিনদিন ঋণে ঋণে জর্জরিত হই
চোখের ঋণ, ঠোঁটের-হাতের-জিহ্বার ঋণ
কামের ইচ্ছে, বগল চেপে ধরে স্যাঁতস্যাঁতে পরিবেশে আটকা পড়ি,
জোর করে কামনার রস পান করি।
কে আমাকে রক্ষা করবে? ---
সুজন আমার, আমি যে তোমার কাছেই ঋণী
আমাকে মুক্ত করো --- এই নাও, ধরো হাত,
তাকাও এদিকে --- চোখে চোখে
আর একটু কাছে --- খোলা রাখলাম ঠোঁট
আর একটু আগাও --- ভিতরে জিহ্বা কাঁপছে
এখন তোমার কি কিছু জাগছে?
উত্তেজনা? কাম? --- আমারও স্যাঁতস্যাঁতে পরিবেশ আছে
তুমি ভিজতে পারো --- ভিজতে হবে তোমাকে
আমি আর ঋণী থাকতে চাই না।
কেবল --- কেবল একটা ঋণ শোধ করতে পারবো না
তুমি যখন গাল-ব্যথা-করা হাসিতে ভাসো
আমি যে কোন স্রোতে ভাসি --- চোখ বন্ধ হলে বুঝি।
আমি কিম্ভূতকিমাকার --- সে-হাসি ফেরত দিতে পারবো না,
কেবল তোমার গালটা একটু টিপে দিতে পারি
তাতে যদি ব্যথা কিছুটা কমে ---