নদী বয়ে যায়
আমি ভাসি তার ভাসানে
নদী থেকে থেকে উছলায়
আমি ভাসি হাওয়ায়, কাছাকাছি; আসমানে।
নদীর বুকভরা জল
ফুরায় না, প্রবল তৃষ্ণা ---
পান করি নদীর বুকের যৌবন
সাধন হল ভিতর আর বাহিরের কামনা।
নদীর বড়ো মায়া
অকৃপণ, ঢেলে ঢেলে দেয় --- নেই বারণ
তোমাকে বলি তোমার মতো থাকো
কেবল আমাকেই দাও বুকের তাপ --- ধূপের দহন।
আমি নিবো দখলে তোমার সমস্ত জল
মাংসপিণ্ড, ঠোঁট, কলকব্জা শব্দের কল।