দিবে কি, একবার ছুঁই? ছেড়ে দিই বাতাসের ভাসানে এলোকেশ,
যেমন করে রোদে শুকোতে দিই পাটের শাড়ী, আমার অবশেষ।
দিবে কি, ভেঙে দিই তোমার লজ্জা?
সাকিনের মা, আমার ভাবি হয়, সাজায়েছে দেহ-শয্যা
সে এখন মানুষ কেবল মানুষ, নারী থেকে মানুষ হয়ে গেছে।
বস্ত্র ছাড়ো! দেখো, কতো আলো অযতনে ঢাকা পড়িয়া আছে!
২৫-০২-২০১৬, সিলেট।