ভগবানকে খুব করে তিরস্কার করতে ইচ্ছে করে

আমার ভ্রান্তি কি?
আমাকেও তো দিয়েছে হাত পা চোখ কান নাক
আপাদমস্তক অন্যসব মানুষের মতই তো
নিম্নাংশে পুরুষ প্রমাণের পৌরুষের চিত্রাঙ্কন-করা বর্ধিতাংশ আছে
আমার আর কি ভ্রান্তি?
কিসের কমতি? কি তবে দেয়নি অলস-অক্ষম ভগবান!
রাত্রি হলে জানি না কোথা থেকে অলস-অক্ষম ভগবান
আমার যৌবনে পানি ঢালে, স্যাঁতস্যাঁতে পরিবেশে আমার বেশ শীত লাগে।
আমি কি তবে ভগবানের তিন নাম্বার সৃষ্টি!

নারী, তুই-ও খোঁজে পেলি' না আমার পৌরুষ
তুই-ও অহংকার করিস! ভগবানের মতো তোরও কী আছে রূপ-জৌলুশ!
২৬-০১-২০১৬, সিলেট।