এই রুপোলী চাঁদ শহরে
কাটে দিন কাটে রাত স্বপ্নের বহরে
এখনও পাই উদ্দেশ
কাটেনি সেইসব রেশ
অলিগলি আনাগোনা ভাসে নজরে
এই রুপোলী চাঁদ শহরে।
কেউ থাকে এই শহরের এককোণে
তাকে ভেবে ভেবে স্বপ্নেরা বীজবোনে
সূর্যোদয়ে তার ছাদে হাসে রোদ
চোখের দৃষ্টিতে ভাঙে অবরোধ
অনুভবে আসে সেসব প্রতি প্রহরে
এই রুপোলী চাঁদ শহরে।
কারও এলোকেশে দুষ্টু বাতাস নাচে
তার হাসিতে আমার স্বপ্নগুলো বাঁচে
বিকেলে ঘুরে আসে নৌকো নদী
আমিও থাকি না-ও ডাকে যদি
আমি জানি আমি নেই তার খবরে
এই রুপোলী চাঁদ শহরে।
এই রুপোলী চাঁদ শহরে
কাটে দিন কাটে রাত স্বপ্নের বহরে
এখনও পাই উদ্দেশ
কাটেনি সেইসব রেশ
অলিগলি আনাগোনা ভাসে নজরে
এই রুপোলী চাঁদ শহরে।
০১-০১-২০১৬, সিলেট।
জীবনে প্রথম লেখা গান। জানি হয়নি কিছুই তবু ভুল থেকেই তো শিখতে হয়।