১)
খা, এবার তোর পালা
তোরে শিখায়েছি ঢের, এবার আমায় জ্বালা।

২)
তোর ভাসমান বুক মাংসল ঠোঁটে
উত্তাপ বেশি, যখন-তখন  সে-সবে বৈঠা উঠে।

৩)
তোর কপোল-গহ্বরে সে কী অহংকার!
কাপড় খুলিস কাপড় পরিস সমুখে বারংবার।

৪)
ভাবিস? হয়েছিস পণ্য; মাল!
অন্যথালায় অন্যের খোরাক, মাঝনদীতে ভিন্ন পাল।