আমি ভেবেছি তুমি ব্যতিক্রম হবে
তুমি হবে প্রকৃতি সচেতন --- অন্য সবার চেয়ে আলাদা কেউ।
চামড়া কিংবা বাহ্যিকতা তোমাকে ভোলাবে না
তুমি বুঝবে রক্ত --- জিহ্বার লালা --- হাসি বুঝবে।
কালো কিংবা সাদা'র তোমার কাছে অন্য কোন অর্থ নেই
কিন্তু না, কাদা তোমার অসহ্য
বিদেশি সাবানে ঘষো মাটির শরীর --- সে-মাটি অসহ্য।
কালোয় তোমার চোখ অন্ধ হয়ে আসে
'রয়েল সিটি'র ভাগাড়ের গন্ধ তোমাকে তিনবেলা খেতে দেয় না।
পাকাচুলে অ্যালার্জি আছে
টাক মাথায় তবলা বাজাও
কালো ঠোঁট দেখতে পারো না।
তুমি দেখো, প্রাণভরে দেখো ফরসা ছেলেটারে
স্মার্ট, তরুণ, উজ্জ্বল সম্ভাবনা - সে থাক আর না থাক, আরও এতো এতো গুণ।
তুমি জানো না, হয়তো জানো না
তার জামার ভিতর আমারও জিনিস সকল
হয়তো জানো না
সেখানে আমার চেয়েও বেশি কুৎসিত শুক্রাণু
কামনার লালা, শকুনের চারিত্রিক বৈশিষ্ট্যে ভরপুর।
আমি ভেবেছি তুমি খুঁজবে মন
বুঝবে কবিতা, বিলাবে মমতা
ভাগাড়ের গন্ধ তোমাকে ব্যাকুল করবে
তুমি ছুটে যাবে 'রয়েল সিটি'। দেখবে ঘামের শরীর।
আমি তোমাকে ভালোবাসি
তুমি হও সত্য আত্মা --- সত্যকে আঁকড়ে ধরে বাঁচো
চাঁদ আলো বিলায়, জোনাকিও কম যায় না!
১৭-১২-২০১৫, সিলেট।