কবিতা, বদ্ধ দুয়ার গলে বেরিয়ে আসা আমার জীবন-মাঝি,
নষ্টের হোতা বজ্জাতেরর হাঁড়ি বেশ্যাদের চেয়েও দুরন্ত, উদোম।
লেজওয়ালা বাঁদরের গলার ভিতরে আটকে থাকা জং ধরা ত্রিশূল।
কবিতা, মুখ ফসকে বেরিয়ে আসা অভিশপ্ত বিষের পেয়ালা
বিষ-দাঁতাল সাপুড়ের নাশ, বেজন্মাদের বেফাঁস মন্ত্র নয়,
স্তুপ স্তুপ পড়ে থাকা দালান সমান পরিত্যক্ত আবর্জনা ---
পদ্ম উঁকি মারে সূর্যের চেয়েও বড় সূর্যমুখীর ব্যাকুল উম্মাদনা
কবিতা, অস্থির থমথমে বারান্দার জানালায় অবশিষ্ট শিক
জং ধরা অথচ কী তীক্ষ্ণ - এফোঁড়ওফোঁড় সর্বনাশ করেই ছাড়ে!
স্বপ্ন খোঁজে - নতুন করে, হাল ভাঙা নৌকোর পালে অলিখিত গন্তব্য।
কবিতা, দুখুদের আত্মায় আত্মায় থরেথরে সাজানো বিপ্লবী বাণ
প্রিয় নয়, অপ্রিয় সব কল্পকথা (যেমন গরমভাতে বিড়াল ম্যাও)
বেফাঁস মন্তব্য শ্রাব্য-অশ্রাব্য গাল মিথ্যের মুখে সত্যের শুক্রাণু।
কবিতা, অযথা বাড়া ভাতে ছাই, কঠিন আসনে ছারপোকার দাঁত
বয়স্ক পুরুষ, তা দেয় পাওয়া- না পাওয়ার তিক্ত অভিজ্ঞতায়
সব হিসেব শেষে পেট ফুঁড়ে অসমাপ্ত দলিল নিয়ে হাজির।
কবিতা, প্রিয়তমা নারী, আঁচলের নিচে কামের তপ্ত আগ্নেয়গিরি
অবয়বজুড়ে পুরু লাইন - ভাঁজে ভাঁজে ভেজা ভেজা নেশা
সঙ্গমের নারী কবিতার চেয়ে উত্তম আর কী হতে পারে!