নদীর তীরে শূন্য তরী
বৈঠা হাতে মাঝি
করবে কি পাড় আমায় বলো
আমি যেতে রাজি!

সবুজ দীঘল নদীর জলে
উপছে পড়ে ঢেউ
ওপারে তে যাবার ইচ্ছে
যাবে নাকি কেউ!

নাওনা আমায় ওপারে তে
কত কড়ি চাও
শূন্য তরী বৈঠা নিয়ে
বসে থেকে কি পাও!

ও মাঝি ভাই চলো-চলো
পাড় করে দাও আমায়
দেখছো না কি সূদুর পানে
বেলা যে বয়ে যায়!!