যতদিন রবে এই পৃথিবী
ইতিহাসের পাতায় লেখা হবে
'২৪'_এর ভয়াল দৃশ্যপট
যেখানে দেখেছি মায়ের বুকফাটা কান্না
আর রাজনীতি র কালো ছায়ানট।

কি শেখালো 'চব্বিশ' আমাদের
রাজপথে রক্তাক্ত পরে থাকা দেহখানি
কারা বন্দী থেকে মুক্তি পাওয়া
হাজারো মানুষের ভয়ংকর জীবনী।

মা হারালো সোনার মানিক বোন হারালো ভাই
এমন স্বাধীন বাংলা আমরা কখনো চাই নাই
স্বৈরাচারীর পতন দিয়ে ই স্বাধীন হলো দেশ
ভেবেছিলাম সুখের রাজ্যে দিন কাটাবো বেশ।

হঠাৎ রাতের আঁধারে বন্যার পানির স্রোতে
ভাসিয়ে নিয়ে গেলো ভিটে মাটি-ঘর
চারিদিকে কান্নার আর্তনাদ আর চিৎকার
হৃদয় টা যেন ভেঙে চুরমার
ছোট শিশু টা যখন পাত্রে মা দেয় ভাসিয়ে
হৃদয় বিদারক কি হতে পারে এর চেয়ে
বাবা কে বাঁচাতে ছেলে দেয় হাত বাড়িয়ে
সর্বনাশা কালের স্রোত নিয়ে গেলো ছিনিয়ে।

প্রিয়জন কে কোথায় নাই কারো খোঁজ
সবকিছু হারিয়ে ক্লান্ত হলাম আজ
সাঁজানো গুছানো আর কত পরিপাটি
কেড়ে নিলো বন্যা ভিটে আর মাটি।

ইতিহাস হয়ে থাকবে 'চব্বিশ'_এর ভয়াবহতা
তবুও বলবো স্বাধীন বাংলাদেশ
চির-অম্লান হয়ে থাকুক প্রতিটা যুগ-যুগান্তর
স্বরণ করে যাবে ভবিষ্যৎ প্রজন্ম
এটাই তো বেশ।
✍️✍️✍️