সেই তো তুমি এলে
তবে আরো আগে কেনো নয়
আরো আগে হয়নি কেনো
তোমার-আমার পরিচয়!
খুব তো ছিলাম ভালো
স্বপ্ন বিহীন এক যাযাবর পাখির মতো
হঠাৎ কেনো তোমার আগমন
বদলে গেলো সবকিছু
নতুন করে প্রান ফিরে এলো
আর মুছে গেলো হৃদয়ের সব ক্ষত!
এলেই যদি
তবে আরো আগে নয় কেনো
মেঘলা আকাশের বুকে
বৃষ্টি হয়ে কেনো এলে না
কেনো এলে না
হয়ে রোদের আলো!
জীবন যুদ্ধে তবে দুজন
একসাথে দিতাম পাড়ি
হৃদয়ের জমানো কথা গুলো
থাকতো না আর তা অগোছালো!
এসেছো যখন চলো দুজন
মেঘ মল্লিকায় ভাসি
খুশির জোয়ারে ভাসবো আমি
আর বলবো ভালোবাসি!
হুম এতটা'ই ভালোবাসি!!