আমার এক পৃথিবী ভালোবাসা
আজ লিখবো তোমার নামে
কিনতে যেনো কেউনা পারে
সস্তা প্রেমের দামে!
ভালোবাসার এই মন পিঞ্জরে
আঁকবো তোমার ছবি
কেউ যেনো না হতে পারে
তোমার প্রেমের কবি!
আমার সুখের পায়রা গুলো
উড়বে তোমার নামে
লিখবো চিঠি পাঠিয়ে দিবো
নীলচে প্রেমের খামে!
সারাজীবন রাখবো তোমায়
মন পিঞ্জরের মাঝে
যেতে কখনো দিবো না আমি
দেখবো সকাল-সাঁঝে!!