বাবা মানে হচ্ছে
এক শান্তি-সুখের ছায়া
বাবা ডাকার মাঝে আছে
এক পৃথিবী মায়া!

বাবা মানে মিটবে আশা
নানান অজুহাতে
যার কাছে হাজার হাজার
বায়না গুলো থাকে!

বাবা মানে শাসন-বারণ
মিষ্টি-মধুর হাসি
বাবা আমি তোমাকে
ভীষণ ভালোবাসি!

বাবা বলে আশে-পাশে
যখন কেউ ডাকে
সিক্ত হয়ে দু-চোখ আমার
নোনা জলে ভাসে!

মনে পরে যায়
ডাকিনি বাবা তোমায়
আজ কতোগুলো দিন
কি করে শোধ করবো বাবা
ভালোবাসার ঋণ!

জানিনা বাবা ওপারে তুমি
আছো কেমন করে
তোমার জন্য রইলো দোয়া
আমার দু-হাত ভরে!

যত দূরেই থাকো-তুমি ভালো থেকো বাবা এটাই আমার মুনাজাত!!