হয়তো তুমি জানো না
তোমার ই অগোচরে
চোখে জল ফেলি আমি
তুমি বোঝনা
তোমার অনিয়মে বাড়ে
আমার পাগলামী!
তুমি বুঝতে পারো না
তুমি জানতেও চাওনা
কতটা অসহায়
আর কতটা জ্বালাময়
আমার হৃদয় খানি!
তুমি খুঁজো না
আর বোঝার চেষ্টাও করো না
কতটা অভিমানে
ঝড়ে চোখের পানি
সেটা শুধু তুমি না
আমি পুরোটাই জানি!
শুধু এটাই জানি গো আমি
যে তোমার ই প্রিয়া
"বড্ড অভিমানী"!!