নিজের মধ্যে অনেকগুলো মিথ্যা পুষে রাখি
মিথ্যাগুলো মাথার ভিতর বাজতে থাকে
পাগলের প্রলাপ ভেবে উপেক্ষা করে যাই।
এক দশকের উদ্বেগ, অনিশ্চয়তা, ব্যর্থতা
মুহুর্তেই আবার মাথাচাড়া দিয়ে উঠে
ভিড়ের মধ্যে একাকিত্ব উপেক্ষা করে যাই।
অবয়বের অবসর নেই, ক্লান্তি নেই, দুঃখ নেই
বিলীন হয়ে যায় প্রতিটি অস্ফুট আলোতে
হাজারো অবয়ব ছুঁয়েও উপেক্ষা করে যাই।
বিষন্নতা রোজকার পোষাকের মতো হয়ে যায়
বাহিরের জীর্ণতা মুছে ফেলে আবার গায়ে জড়াই
অনধিকার ভেবে সুখ উপেক্ষা করে যাই।