হাজারো উপাখ্যানের পর বাস্তবতার সম্মুখীন
নিথর দেহগুলো সারাদিন ছুটে চলে
মুখোশে ঢেকে দেয় ভয়, তুচ্ছতা
চিন্তার কোনো অবসর নেই, শান্তি নেই
নিথর দেহের ভিতর চলতে থাকে দিনরাত্রির মতো
বাস্তবতার সামনে মনের পরিশ্রম তুচ্ছ হয়ে যায়
চিন্তাগুলো ফিকে হয়ে পড়ে, অবিরাম
চলার পরেও সে মুখোশের আড়ালে,
বাস্তবতার সামনে ভালোবাসা এক অহেতুক সমীকরণ
চিন্তার জগতে তাকে তুলে রাখা হয় সিংহাসনে
বাস্তব আজীবনই বেদনাদায়ক
চিন্তায় জীবন সবসময়ই সুবিচারক!