কত কথাই তো বলার ইচ্ছা জাগে
তোমার কণ্ঠস্বরের মায়ায় ভুলে যাই সব
কবিতা লিখতে বসে শব্দ ভুলে যাই
তোমার চিন্তায় চিন্তা ভুলে যাই।
তোমায় দেখে কান্না ভুলে যাই,
জীবনে যে দুঃখ ছিল সব ভুলে যাই।
আমার তো আর কান্না করার কথা না।

প্রথম পলক পরার পরেই ভুলে গেলাম অতীত
বর্তমানকাল অনেক প্রিয় হয়ে গেলো
তোমার চোখে নিজেকে দেখে নিজেকেই ভুলে যাই।
তোমায় দেখে ভালোবাসা ফিরে আসে,
তোমায় দেখার পর থেকেই মনের উৎসব
তোমায় ভেবে সময় ভুলে যাই।

তোমাকে নিয়ে অনেক কথা লিখার ইচ্ছা জাগে
তোমায় নিয়ে অনেক রাত জাগতে ইচ্ছা করে
তুমি যখন এলে, সাথে করে এলো জীবন
নতুন ভাবে জীবন বাঁচতে শিখে গেলো
জীবন তখন উপসংহার ভুলে যায়।

তোমার মুখাবয়ব এখন আমার নতুন কল্পনা
মনের ভিতর নিজেকে শিল্পী মনে হয়
একে একে আঁকি তোমার অনন্ত চোখ
অভিমানের রঙে লাল আভা পড়া তোমার গাল
অসংখ্য কথা বলতে চেয়েও থেমে যাওয়া ঠোঁট
কোনোকিছুই বাড়িয়ে আঁকতে হয় না
কোনোকিছুই তুলনা করতে হয় না
তোমার হাস্যোজজ্বল মুখ এক অনন্য তুলনা।
তোমায় দেখে আবারও আঁকতে ভুলে যাই।

তুমাকে নিয়ে অনেক কথা, সাজিয়ে আমি বলতে পারি না।
তোমায় নিয়ে অনেক স্বপ্ন, দেখার পরেও আঁকতে পারি না।
তোমায় অনেক কাছে পেয়েও নিজের করে রাখতে পারি না।
নিজের অনেক ভুলের পরেও, তোমায় ছেড়ে থাকতে পারি না।
ভালোবাসি বলার পরেও, ঠিকমত আমি বাসতে পারি না।
বারবার ফিরে যাই তোমার কাছে, ঝগড়া পরে, অভিমানের পরে
একটাই কথা বারবার বলে যাই, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।