জীবনের রণবীণার এ নীরব করুণ সুর
অজ্ঞাত আত্মাকে ঠিকই একদিন ভাবিয়ে তুলবে
অশরীরী আমার অস্তিত্ব হারিয়ে যাবে
আপন কোঠর ছেড়ে বহুদূর
ভ্রান্তিহীন জীবনের অস্পষ্ট মুহূর্ত
জীর্ণ করে দেয় সত্তার বিশ্বাস
বারুদ লেগেছে গভীরের প্রাচীরে
পুড়ে যাবে সবকিছু তোমার ছোঁয়ায়
মিথ্যে আর্তনাদে ছেয়ে গেছে চারিদিক
অতীতের প্রলয় শিখা চিরন্তন প্রজ্জ্বলিত
অস্তিত্ব আজ মেঘের আড়ালে
বান নেমেছে লোচনের কিনারায়
এতো অসহ্য ব্যথা মরমে আমার
ঘৃণার অনলে প্রশমিত
তবু ছিন্ন করে প্রাচীরের বাঁধা
উন্মুক্ত করবো নিজ সত্তার আপন সত্য!