আমি সারারাত জেগে জেগে আকাশ দেখি
তারা গুনি, চাঁদকে উপভোগ করি,
মাঝে মাঝে মেঘের খন্ড ঢেকে দেয় আলোটুকু,
তখন আমি কান পেতে থাকি বাতাসে
হয়তো পাশের গাছে বাসা বাঁধা পাখির আওয়াজের জন্য
ধীরে ধীরে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়
জেগে থাকি আমি আর কিছু পোকার দল
এই নিস্তব্ধতায় আমি নিজেকে চেনার চেষ্টা করি
ভোর হয়ে গেলেই আবার ব্যস্ততা, কোলাহল
তখন আর বুঝতে পারি না আমি কে
যান্ত্রিক ত্রুটির মত লাগে নিজেকে
তবে রাতের আঁধারে কখনো নিজেকে ভিন্ন মনে হয়
যান্ত্রিক বটে তবে ত্রুটিহীন, সাবলীল
কারণ নিজেকে জবাবদিহি করতে হয় না
রাতের আঁধারে তখন নিজেকে সুগঠিত মানুষ বলতে ভালো লাগে
মাঝে মাঝে জোনাক পোকারও দেখা মিলে
চন্দ্রের উজ্জ্বল আলোয় পোকাগুলোকে পৃথিবীতে তারার মত লাগে
সবকিছুর শেষে, ভোর হবার আগে
ভাবতেই ভালো লাগে, আমিও এই সুন্দরের এক ক্ষুদ্র অংশ