তোমার স্তনে এখনো রক্ত ঝরছে
কাল রাতে যেই হিংস্র পশু
খুবলে নিলো তোমার জীর্ণ সত্তা
রক্তাক্ত করেছে তোমার যোনিপথ
সে আজ ফিরেছে ভিন্ন বেশে, মানুষ হয়ে
কিন্তু তুমি পড়ে আছো অন্ধকারে
ইচ্ছাধারী পশুর লালসার পণ্য হয়ে
রোজ তুমি স্বীকার হও
বর্বরতার, নির্মমতার
তুমি সেই অদ্ভুত অস্তিত্ব
যে ভালোবাসে তার প্রতিটি অংশকে
কিন্তু, তোমার কি মনে হয় না
জন্মের সময় হত্যা করা উচিৎ ছিলো তোমার সন্তানকে
যারা প্রতিনিয়ত তোমায় করছে কলঙ্কিত
এই সভ্যযুগেও যারা বর্বরতার প্রতিনিধি
জানি তুমি তা পারবে না, তুমি যে মা
তুমি সন্তানদের রোজ রূপক হওয়া শিখাও
আর সে জড়িয়ে পড়ে কলহে
পশু সত্তা তাকে ঘৃণার অধ্যায়ে নিয়ে যায়
তুমি কি এখনো উপলব্ধি করো না?
কলহ আর ঘৃণা শীঘ্রই রচিবে
তোমার চিরধ্বংসের বিশাল আর্তনাদ