বিবর্ণ বিকেলের অন্তিম ইচ্ছা
মুহুর্তে তোমার চিবুক ছোঁয়া
অতিক্রান্ত রজনী গভীর বিষাদে
তোমার স্মৃতি ভুলতে দেয় না
অনন্ত নক্ষত্রবীথি পাড়ি শেষে
উত্তপ্ত উল্কাপিন্ডের অসীম সংঘর্ষে
ছিন্ন বিচ্ছিন্ন ব্যথিত হৃদয়
কুয়াশার মত আর হারাতে চায় না
স্যাঁতসেঁতে নদী পার হয়ে
জোছনায় ঝলমলে চাঁদ ধরার বাসনা
পূরন হয় না কখনো আমার
জ্বলন্ত সূর্য যে আর ডুবে না
জানি মনের কিছু অতৃপ্ত ঈর্ষা
আড়ালেই থাকবে অনন্তকাল
তবু কোনো শরতের শেষে
কাশফুল আর পালক গুটিয়ে থাকবে না