দিনদিন শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে
ক্রমশ সুস্থ হওয়া অস্তিত্ব এখন আর কবিতা খুঁজে না
খুঁজে শুধু আরেক অন্ধকার; আলো ভালো লাগে না
অন্ধকারে থাকার অভ্যেস প্রতিনিয়ত বিব্রত করে
আলোর মাঝে অন্ধকারের সন্ধান কেউ কি পেয়েছে?
আমি তো সুস্থ হতে চাই না!
আমি চাই কবিতা, অস্তিত্বহীনতা, অসহায়ত্ব!
আমি চাই আরেক বিচ্ছেদ, অন্তহীন তলিয়ে যাওয়া!