আমার মুখবই দেয়ালে আমার যে ছবি ঝুলানো
তাতে আমায় খুঁজে পাবে না
নিত্যদিনের চলায় আমায় যেমন দেখো
গভীরে আমি তা নই!

শরীরের অনেক গভীরে, আমি এক পিশাচ
যার অস্তিত্বের প্রকাশ অনেক রসালো
কিন্তু, আমার অন্ধকার অবয়ব যখন ফুটে ওঠে
তখন তা ছিড়ে নিতে চায় তোমার স্বাধীনতা

ভয় পাচ্ছো? না পেলে তুমিও আমার মতো
সরলতার মুখোশ পড়েছি আমরা
আমাদের গভীরের বহিঃপ্রকাশ কখনো হয় নি
কারণ, আমরা তথাকথিত সভ্য ও মানুষ!