আমার অন্ধকারে তুমি আলো হয়ে এসেছো,
বদ্ধ চেতনায় এনেছ ফুলের সুবাস,
তুমাতেই বিলীন হয়ে যায় নিজ সত্তা,
গহীনে বাজতে থাকে টঙ্কার, ধ্বনি
বিস্তৃত পলকে তোমারই অস্তিত্ব খুঁজে পাই।

আমি পূর্ন এখন, অপূর্ণ কিছু দূরত্ব,
মুছে যাবে আশা মনে অদূর কোনো কালে
তোমায় সাজিয়ে রাখতে ইচ্ছে করে মূর্ছনায়
কিংবা কোনো এক কবিতার কোলাহলে,
প্রশ্ন করো যদি, কে? আমি নাকি কবিতা?
উত্তর হবে তুমি! তুমি আছ বলেই আমার কবিতা,
তুমি না থাকলে আমার কথাও থাকবে না আর।

প্রতিনিয়ত এক ভয় কাজ করে মনে,
আমার তো এত সুখ পাওয়ার কথা না,
তোমাকে পেয়ে আমি ইচ্ছামত সুখ সাজিয়ে যাই,
তোমাকে ভালোবেসে আকাশে শব্দ উড়াই, কবিতা ভাসাই
তুমাকে ভালোবাসি বলেই কবিতা সাজাই।