তোমাকে কখনো শাড়ি পরতে দেখি নি
মাঝে মাঝে বড্ড ইচ্ছে হয় জানো?
তুমি একটা নীল রঙের সাদা পাড় দেয়া শাড়ি পরবে
আর আমি পরবো তোমার প্রিয় সবুজ রঙ
তারপর দুজন হাঁটবো তেপান্তরের দিকে
সাথে অন্ধকার আকাশ আর আমাদের স্মৃতিগুলো

মাঝে মাঝে তোমায় নিয়ে বৃষ্টিবিলাসী হতে চেয়েছি
তুমি এসেছিলে ঠিকই কিন্তু আকাশের মন খারাপ হয়নি
আমাদের সীমিত সুখ তাকে বিষাদগ্রস্ত করে নি
আচমকা হাওয়ার সাথে তোমার চুল উড়ত
আমি কি কখনো তো ছুঁতে পেরেছি?
অফুরান রাস্তার অল্প কিছু পথ পাড়ি দিয়েছি মাত্র
আর এতেই শুরু বিচ্ছিন্ন হয়ে যাওয়া
আমি কি পেরেছিলাম তোমার হৃদয়ে পৌঁছাতে?

অপ্রাপ্তির করুণ যাতনা ঘিরে রেখেছে আমায় বহুকাল
আমি কি তবে অগোছালো হয়ে গেছি?
জীবনের যত ইচ্ছা, সব হাওয়ায় মিলিয়ে যায়
নয়তোবা কখনো পূরণ হয় না
তবুও আমি মিথ্যে আশ্বাস ভালোবাসি
স্বপ্নহীন জীবনে স্বপ্নকে নিয়েই বেঁচে আছি