দুঃস্বপ্নের জানালা খুলে দাও
আমি মুক্তি চাই,
ব্যথা নিয়ে বাঁচতে চাই!
যুগের অলিখিত সংবিধানে,
সুখ শুধু এক বিলাসিতা,
শান্তির অবস্থান বাহুল্যে!
কণ্টকাকীর্ণ অসমাপ্ত পথে,
হিমযুগ থেকে হেঁটে চলেছি!
অস্বাভাবিক, অসুস্থ মনের মৃত্য,
সমাপ্তি আনে পূর্ণতার!