ধীরে ধীরে সবকিছু নিস্তেজ হয়ে যাচ্ছে
চারিপাশ নিস্তব্ধ, ফ্যাকাশে পড়ে আছে
আমৃত্যু বেঁচে থাকাই এখন পরিহাস
খুঁজে পায় প্রশান্তি, অপরিচিতের ভীড়ে
মুখোশের আড়ালেই ঢাকা পড়ে মৃত্যু
লাল রঙা উৎসবগুলো অপ্রয়োজনীয়
দুটি প্রাণের মিলন এখন প্রাচীন সাহিত্য
লালসার উপজীব্য হচ্ছে ভালোবাসা
শরীর কেনাবেচাই এখন ধর্মের পরীক্ষা
গানের প্রতিটি শব্দ এখন পঙ্গু, অচল
কবিতার প্রতিটি শব্দ অস্বচ্ছ, নির্বোধ
ভালোবাসার প্রতিটি শব্দ মিথ্যা, দুর্বিষহ
অবহেলায়, একাকিত্বে থাকা মানুষের
প্রতিটি শব্দ একেকটি কবিতা, গান, ভালোবাসা