প্রচন্ড অস্থিরতা ভর করেছে
বিকেলের শেষ ভাগে আমার মৃত্যু
সন্ধ্যা নামার আগেই আমি বদলে যাব,
ক্ষণজীবনের নতুন অধ্যায়ে
নিজেকে আবারো স্বাগত জানাই!

অতীতেও আমার শিক্ষা হয়নি
আমি রোজ মৃত্যুকে দেখি
প্রতিবারই নতুন রূপে
একেকদিন একেকরকম মৃত্যু,
চেতনার, শরীরের, অনুভূতির
এমনকি বাস্তবতার, সবকিছুরই মৃত্যু হয়!

আমি অপেক্ষমাণ আমার অন্তিম মুহূর্তের
যখন আমি মৃত্যুকে সম্পূর্ণ করতে পারব
বিচ্ছিন্ন হয়ে যাব আমার অস্তিত্ব থেকে,
আত্মার মুক্তির মাধ্যমে আমি মুছে ফেলব
আমার হীনমন্যতার স্বীকার জীবনকে!