আজি সিক্ত মম দুটি নয়ন
মূর্ছিত মানবতার তরে
ভরে গেছে ছিন্নমূলে এ নগর
পথের দু ধারে
রেলস্টেশনে-নদীর তীরে
সবখানে ক্ষুধার্ত, বস্তুহীন মানবের
জীবন্ত কঙ্কাল।
হাড়গুলো যেন বেরিয়ে আসতে চায়
ভেদে চর্ম।
টাকায় পূর্ণ বস্তাকে জলে ফেলা হয়
নাটকের প্রয়োজনে-নাম যার নির্বাচন।
সিকি আধুলিতে ভর করে যারা
সূচনা করে নব জীবনের-
সে অভাগার ঘটে নাহি জোটে কভু
ব্যাঙের আধুলি সম অর্থ
প্রকাশ্যে দিবালোকে সুর মেলায় যারা
মানবতার গানে,
নিশির তমিস্রায় সে-ই ভাঙে বেহালা।
তবে কি রূপে পূর্ণ হবে সে গীত?
বাঁচবে কি রূপে সে মানবতা?
যাকে পাওয়ার তরে রক্তের দরে কিনেছি স্বাধীনতা।
আজি শুধু দেখি নয়ন মেলে মূর্ছিত মানবতা আর
বিকৃত রূপ তার।