হে বর দেহী
কি পাও বলো?
তনয়ার আব্রু ছেড়ার
পৈশাচিক খসখস শব্দে।
গোলাপের ন্যায়
সুগন্ধকে দূরে ঠেলে
গলিত মাংসপিন্ডের মাঝে কি পাও হে পুরুষ?
নিশির তমিস্রায়
নির্জন গৃহের নিভৃত কোণে
কি পাও?
নষ্ট দেহের মূল্যে স্বীয়
নৈতিকতা বিকিয়ে জাগ্রত
জৈবিক সত্তায় কি পাও?
সভ্যতার ভিত আন্দোলিত করে দিনের আলোয়
ভাঙন আটকে কি নির্মম
আনন্দ তুমি পাও?
হে পাপী-নরাধম!
তুমি কি সভ্য পুরুষ?