বুঝে গেছি নেই আমি স্থির
পরশে তবে।
প্রতীক্ষার প্রদীপে তেল দিয়ে জ্বালানি
সর্বক্ষণ তা।
দূরে গেলে তুমি - হই
পাগলপ্রায় এই আমি।
তোমায় উৎসর্গ করি শত কাব্যের
চরণ আর সহস্র
কল্পিত সুখ।
আকিকা ছাড়াই রাখি
কতশত নাম তবে।
অনুসম তব দুঃখে
দহন বাড়ে বক্ষে - নরকসম।
এরূপ তো ছিলাম না তোমায়
দেখার আগে।
ছিলাম মুক্ত পাখিরূপী
দিগন্ত ভেদে উড়তে ছিল না
বাঁধা কোনোরূপ।
তব প্রেমিকরূপে আত্নপ্রকাশে বাড়ছে
তুমি নামক এক
ব্যকুলতার উৎস।