ক্ষণ কাটে নিরবে-নিঃশব্দে
দামামা বেজেছে
বিদায়ী- শীতের।
তবে কি আসবে বসন্ত?
সে যে নিয়েছে বিদায়
বহু পূর্বেই।
মগ্ন আমি প্রতীক্ষায়
আর তো ক'টা দিন মাত্র
উধাও হবে মাত্র কিছু সূর্য।
ফিরে আসবে কি তুমি সেদিন-
বসন্ত হয়ে?