"~অনলাইন~"/

জানি, ট্রামে বাসে, লোকের ভিড়ে
সময় থমকে যায়
কিন্তু কে বলেছে আমি সময় খেতে পারি নাহ্ ?
আমি সময়কে ভিজিয়ে ভিজিয়ে
চেটে চেটে খাই
অনলাইন চাটিংয়ে ।

স্পষ্ট অক্ষরে কথা হয় আমাদের
হ্যাঁ, দারুন চলছে আমাদের ভিজে প্রেম
এখন লুকিয়ে রাখছি প্রেমপত্তর
ফেসবুকের হৃদয়ে ।

       °°°

"~পোড়া মাটির পুতুল কিনেছি~"/

বাজারে লেংটা ছেলের কাছ থেকে
পোড়া মাটির পুতুল কিনেছি
পুতুল নাকি মানুষ হবে
কথা কবে ।
দুবেলা তাকে খাবার দেই
দুধ,মিষ্টি,দই
তবু ভুলেও সে মানুষ হয়না
চেয়ে থাকে আমার দিকে
আমি ভাবি
আদৌ সে মানুষ হবে
আমার চিন্তা বাড়ে, কপালে ভাঁজ পড়ে
সে শুধু দাঁড়িয়ে থাকে, নির্বিকার হয়ে ।
কথা কয় না ।।

      °°°

"~ডাস্টবিন~"/

একটা ডাস্টবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে
নিঃশব্দে কাঁদে টিউবলাইটের নীচে
দিনের পর দিন ঘুরে
সব বদলে যায়
সে দাঁড়িয়ে থাকে ।
তার জোটে রসুনের খোসা, হলুদের ছোপ, পচা তরকারি, মাছের কাঁটা
এমনকি পানের পিক
বেমক্কা ছুড়ে দেয় তার গা'য়
রোদে-গ্রীষ্মে পুড়ে চামড়া খাক হয়ে যায়
শীতে থরথর করে কাঁপে
বুক ফেটে রক্ত ঝরে
তবু সে থাকে
কিচ্ছুটি বলে না ।

সে একদিন জাগবে
আক্রান্ত হাঁটিহাঁটি পা'য়ে
খুন-হামলা-জখমের
কৈফিয়ৎ নেবে
মানুষের কাছে ।