হিংসা, অহংকারে টগবগ করে তোমার বুক
ভোররাতেও ছিনিমিনি খেলো
তার ছাপ লেগে থাকে তোমার ত্বকে
তুমি জানো
আমার রক্ত শিরার গর্তে, রন্ধ্রে রন্ধ্রে পুঁতে দেব
তোমার প্রতিটি অঙ্গের মৃতদেহ
আমার রক্তে ভেসে যাবে তোমার শশ্মান
আমার দারুন আনন্দ হবে
আমি দারুন তাণ্ডব দেখব আদিম উল্লাসে
তাতে আকাশে উঠবে মৃত্যুর ঝলক
যা ছড়িয়ে যাবে
শিরায় শিরায় ধমনীতে দাবানলের মতো
তবু তুমি মনে রেখো, তোমার জন্য
আমি নিজের মুন্ডু কেটে বেঘোরে হেঁটে যাব একা...একা
ছিন্নমস্তা হবো...দারুন প্রেমিক হবো
তুমি আগলে নিও .... নইলে
এভাবেই হেঁটে যাব নরকে
উন্মত্ত হবো রক্তমাংসের খেলায় ।