পুনরাবৃত্তি
..


প্রতিদিন পারিনি
তবু হাঁটছি কিছু লেখা কোলে করে
যেখানে পৃথিবী তার নাড়ি পুতেছে
ধাতব ফড়শ কখনো বা নড়বড়ে
এখনও স্ক্রু লাগিয়ে মেরামতি
আবার অবসরে লোহা পেটাচ্ছি
গ্রীষ্মের দুপুরে ...
ক'টা অক্ষরই তো ঝরলো
আরো কত কি অনন্ত পথে লেখা
তারপর আবার পুনরাবৃত্তি
ভয় নেই
মৃত্যুর দিন আমি আবার জন্ম নেবো
মহাপৃথিবীতে
মহাপথিক রূপে ।

       -


বিষফোঁড়া
..

পায়চারি করতে করতে হঠাৎ ঘুম ভাঙ্গলো
আজ সারাদিন সন্ধে কেনো
টেবিলের মুখ দুমড়ে যায়
কি নিয়ে ভালোবাসা তার সাথে
তামিলনাড়ু ? বিষফোঁড়া নাকে
একশো হাজার বছর পুরোনো কৃষ্ণচূড়ার নিচে
সেই মেয়েটি এখনও দাঁড়িয়ে
নিজেকে আগে সরিয়ে নি
লাল-সাদা ঔষুধের বড়ি
অপেক্ষারত গেলাসে নতুন জন্ম দিতে ।