মাথার ওপর কিচ্ছু নেই
ঝুলছে শুধু ঝুল
আটা আটা খসে পড়ুক
তীব্র, কোট-টাই ঝুলানো
বাবুরা, জ্বালাক না আগুন।
ল্যাজ কেটেছে, মুণ্ড ও কাটুক
বাবুদের হুকুম
কিন্তু
সন্দেহ ভাজন ভগবান দাঁড়িয়ে একা
কেন?
কোলে কোলে বাড়ছে শিশু
কাল ঠিক তুলে নেবে
শান দেয়া কন্ডোম
নইলে মোক্ষম তলোয়ার