যদি ফাটাবে তো ফাটাক না
পরমাণু বোমা
নইলে খানিক বাদে রোদ নামবে
ঘেমে নেয়ে সব
এক্শা
হিমালয় গলে পানিপানি
মহাসাহারার ফণীমনসাটি শুকিয়ে যাবে ।
তাই বলছি
বিস্ফোরণটি জোড় করেই হোক
যেন দামামা বাজে
আকাশে-পাতালে-নরকে
তারপর
ফণীমনসাটি দেখতে চাইলে চাক না
যদিও চাইতে পারবে না
তবুও শবদেহ বালির নিচে বলা যায় ।