ফুটপাতে, সবুজ ঘন ঝোপে কিংবা
মেঘে-রোদে গলির পথে
কখনো সখনো নিজেকে খুঁজে পাই অতর্কিতে
আর আঁশটে আশ্রয় আঁকড়ে আষ্টেপৃষ্টে
বাঁচতে দেখি
স্বপ্নবিলাসে, স্বপ্নোল্লাসে
বিকেলে শাপলা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি
প্রেমিকার আশায়
প্রেমিকা ফিরে না ।
তাই
সন্ধ্যেরাতে ঘুমিয়ে পড়ি
গণিকার গান শুনে ।
অবসরে
পরজীবিতার কথা গোপনে
রচনা করি আত্মজীবনী'তে ।