তুলির আঁচড় বারবার
আঘাত মারে ঘাতকের বুকে
রঙ তবু কি মলম লাগায় ক্ষতে
আমার সাজানো আগুন এখনও গিলতে পারেনি
কেউ ; তাই বিশ্বউষ্ণায়ন
একা অরণ্যের উষ্ণতা
সবুজের ঝলসে যাওয়া
যদি কান পেতে শুনে
তবে শুনুন
তার ঐতিহাসিক ভূল
ইতিহাস কোনোদিন ক্ষমা করেনি তাদের