নন্দনপুরের মোড়ে
বহুকাল দাঁড়িয়ে আছি
তালপাতার ভেঁপু ধরে ...
চনচনে রোদ্দুরে এখানে দেখি
কিশোরীরা ছোটাছুটি করে
এখানে আরও দেখি
আকাশ কপালের কাছটায়
চাঁদ দাঁত কপাটি লেগে পড়ে প্রতিদিন
আপনি কখনো আসলে
নৌকা ভিড়াবেন ঠিক নন্দনপুরের মোড়ে
আপনি বিস্মিত হবেন এখানকার
'নন্দন', 'চন্দন' দেখে
আমাকেও দেখবেন ভেঁপু ধরে দাঁড়িয়ে আছি
আর কিশোরীরাও ছোটাছুটি করছে
তবু কেউ কাউকে স্পর্শ করছেনা
আপনিও করবেন না প্লিস
ধুমায়িত নন্দনপুরের মোড়ে কেউ কাউকে চেনে না
এখানে বিশ্বাসভাজন বলতে হয়তো শুধু ভগবান