‌হঠাৎ..
কাউন্ট ড্র্যাকুলা সরে যায়‌
চ্যাটে আসে মোমো পুতুল,‌
স্ক্রীন জুড়ে‌
মুঠোফোনে বাধেঁ হুলুস্থূল ।‌
তারপরই ছায়া নিয়ে ‌
আধাঁরে এসে যায় যম;‌
হিম উঠে শরীর বেয়ে‌
ঘড়িতে লাগানো হয় না দম ।।