হেমন্তের হওয়ায় ভেসে
আসবে যেদিন বেখেয়ালী গাংচিল !
হাজার বছর পুরোনো
নিজের; খুঁজব সেদিন ফসিল ।
...

পললমাখা দেহখানি
আঁকব,লহমায়, খুব চেষ্টায়,
তবুজানি ক্ষয়ে পড়বে-
পারবনা আঁকতে শেষটায়  ।
তাই অসহায় ক্যানভাসে
অঘোরে আটকে যাবে তুলি;
সেদিনই ছাড়া পাবে
পথে চরবে মহীনের ঘোড়াগুলি ।