দরুদ, জিকির, নামাজ এই তিনে হও একাকার,
দেখিবে তুমি পাড়ি দিবে অকুল পাথার,
দরুদে ও সালামে রাসুল (সাঃ) রাজি খুশী হন,
আল্লাহ্ ফেরেশতা পাঠিয়ে সওয়াব পোঁছান নবীজির রওজায়,
আহা কি এক গভীর ভালবাসা নবী প্রেমিকদের অন্তরে প্রেম খেলায়,
জিকিরে সতন্ত্র স্বাদ ও ফযিলত আছে, যা অন্যকোন আমলে নেই,
জিকিরে কষ্টদায়ক কাজ সহজসাধ্য হয়, সকল বালা মুসিবত দুর হয়,
দিল জিন্দা হয়, ক্বলবের মরিচা দুর হয়, জান্নাতে গৃহ নির্মান করা হয়,
চেহারা ও অন্তর জ্যোতির্ময় হয়, খুলে মারেফাতের দরজা, আল্লাহর নৈকট্য লাভ হয়,
সুখের সময় যারা আল্লাহ্র জিকির করে , দুঃখের সময় আল্লাহ তাদের স্মরন করে।
নামাজেতে আল্লাহ্ খুশী, নিজের দিলে আসে পুন্যে ঐশী প্রশান্তি মালা,
আহা কি এক বেহেশতি রহমত পেয়ালা, মুমিনের মননে দেয় দোলা,
নামাজে কামেল মুমিনের লাগি রয়েছে সম্মান মেরাজ মর্যাদার,
সালাত কায়েম কর এরুপ তাগিদ দিয়েছেন খোদা কোরআনে বহুবার,
ফরজ, সুন্নত, নফল নামাজে যারা হয় দিবানিশি মশগুল-মাতোয়ারা,
তাদের নাই দুনিয়াবি লোভ, লালসা ও হিংসে, প্রণয়ে যে শুধুই পাগলপারা,
তারাই খাঁটী মুমিন-মুমিনাত সদা করে প্রভু ভক্তি, নবী (সাঃ)কে মহব্বত,
প্রথামত দুনিয়ার জীবন শেষ হয়, আলমে বারজাক শুরু হয়,
রয়না অন্তরে তাদের কোন ভয়, আশেক-মাশুক একাকার রয়।
~~ রেজাউল আবেদীন, ২৮/১১/২০১৬ ইং, সোমবার।